রক্ত দিন, জীবন বাঁচান!

রক্তদাতা ও গ্রহীতার মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে ব্লাডব্যাগ অ্যাপ

আমাদের পরিসর

৩০ হাজার

মানুষের কাছে সফলভাবে তথ্য পৌঁছে দিতে পেরেছি

আমাদের সম্পর্কে

গোপনীয়তা বজায় রেখে রক্ত সন্ধান

ব্লাডব্যাগ একটি অলাভজনক প্রতিষ্ঠান যা রক্তদান সহজতর করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩ (সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ) অর্জনের উদ্দেশ্যে কাজ করছে। রক্ত ম্যানেজ হয়ে যাওয়ার পর শত শত ফেইসবুক পোষ্ট এডিট করা বেশ কষ্টসাধ্য এবং নিজের মোবাইল নাম্বারটি ছড়িয়ে যাওয়া থেকে বাঁচানো আরো কষ্টসাধ্য। সেই কষ্টের সমাধান হিসেবে, ব্লাডব্যাগ কাজ করছে। নিজের গোপনীয়তা রক্ষা করে, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য মোবাইল নাম্বার কিংবা অন্য যোগাযোগ মাধ্যম দেখাতে পারবেন। রক্ত ম্যানেজ হওয়ার পর আপনার সাথে যোগাযোগের সকল তথ্য যাবে মুছে এবং অন্যান্যরা ফোন কল না করেই আপডেট জানতে পারবে, আপনার ব্লাডটি ম্যানেজ হয়েছে কিনা।

তথ্যসম্ভার

যেসকল সমস্যা সমাধানে কাজ করছি আমরা

বাংলাদেশে রক্তের ব্যপক ঘাটতি রয়েছে যা সমাধানের জন্য প্রচুর পরিমাণ রক্ত তথা ব্লাড ডোনার প্রয়োজন। বিভিন্ন তথ্য মতে, বাংলাদেশে প্রতিবছর-

৮,০০,০০০

ব্যাগ রক্তের চাহিদা রয়েছে

৬,০০,০০০

ব্যাগ রক্তের চাহিদা পূরণ হয়

৩২%

রক্ত আসে ব্লাড ডোনারের মাধ্যমে। বাকিটা বিভিন্ন পেশাদার মাধ্যমে

৫৫,০০০

মানুষ মৃত্যুবরণ করেন রক্তের অভাবে

আমাদের মূলনীতি

আমরা ৫টি মূলনীতিতে বিশ্বাস করি

সম্মিলিত প্রচেষ্টা ও ডিজিটালাইজেশন এর সাহায্যে যথাযথ স্বীকৃতি প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানকে সহজতর করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি আমরা

অ্যাওয়্যারনেস

অনলাইন ও অফলাইনে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে সচেতনতা সৃষ্টির করে সেচ্ছাসেবক রক্ত দাতার পরিমাণ ৩২%থেকে বাড়াতে কাজ করছি

ডিজিটালাইজ

ডিজিটালাইজেশনের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে উন্নত প্রযুক্তি ও এআই এর ব্যবহার করে রক্তদাতা খোঁজা সহজতর করার চেষ্টা করছি

কানেক্ট

ডিজিটাল প্ল্যাটফর্ম, চ্যাটবট এবং অন্যান্য মাধ্যমে রক্তদাতা ও গ্রহীতার মধ্যে দ্রুততার সাথে যোগাযোগ স্থাপনে কাজ করছি

কোলাবোরেট

বিভিন্ন ছোটোবড় প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করে দেশব্যাপী একটি নেটওয়ার্ক স্থাপনে কাজ করছি

রিকগনাইজ

রক্তদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে রক্তদানের যথাযথ মর্যাদা ও সচেতনতা সৃষ্টিতে কাজ করছি

টুলস

রক্তদান কর্মসূচিতে সহযোগি টুলস

রক্তের প্রয়োজনে ওয়েবঅ্যাপ বা চ্যাটবট, নিজের নামে ব্লাডব্যাগের কপি অথবা খেলার ছলে ব্লাড গ্রুপিং করা শিখে নিন নিমিশেই

ব্লাডব্যাগ ওয়েবঅ্যাপ

ব্লাড গ্রুপিং গেম

মেসেজিং চ্যাটবট

নিজের নামে অ্যাপ

মিডিয়া ও স্বীকৃতি

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড, রেজুল্যুশন ফেলোশীপ এবং জাতীয় পত্রিকায় ব্লাডব্যাগ

ব্লাডব্যাগ শিক্ষার্থী ক্যাটাগরিতে একমাত্র চ্যাম্পিয়ন হিসেবে অর্জন করতে সক্ষম হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২। এছাড়াও একাধিক জাতীয় পত্রিকায় (দেশ রূপান্তর, দৈনিক কালবেলা, প্রতিদিনের বাংলাদেশ, আজকের পত্রিকা, যায়যায়দিন, প্রতিদিনের সংবাদ, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক) ফিচারড হয়েছে। এছাড়া, ২০২৩ সালের নভেম্বর মাসে, দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান The Resolution Project এর লাইফলং ফেলোশীপও অর্জন করতে সক্ষম হয়েছে ব্লাডব্যাগ।আমরা আমাদের প্রসারের পাশাপাশি মানুষের সহযোগিতায় কর্মকান্ড চালিয়ে যেতে বদ্ধ পরিকর।

পরিসর

আমাদের পরিসর

ডিজিটাল মিডিয়া ও অনলাইন-অফলাইন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা নিয়মিত আমাদের পরিসর বাড়িয়ে যাচ্ছি

৩০ হাজার+

মোট সম্প্রসারণ

৫+

কর্মশালা

২৫০+

রক্তের অনুরোধ

৭+

প্রতিষ্ঠান

২৫০+

সুবিধাভোগী

৫০৪+

কর্মঘন্টা

গ্যালারি

আমাদের ছবিঘর

আমাদের কার্যক্রমসমূহের ক্যামেরা বন্দি ছবিগুলো খুঁজে পাবেন এখানেই

আমাদের ব্লগ

রক্তদান সম্পর্কিত ব্লগ ও আর্টিকেল

প্রশংসাপত্র

মানুষ আমাদের সম্পর্কে কি বলে

গুগল ডকস থেকে ই–মেইল পাঠানোর জন্য কম্পিউটার থেকে গুগল ডকসে প্রবেশ করতে হবে। এরপর গুগল ডকসে নতুন ডকুমেন্ট চালু করে ওপরের বাঁ দিকে থাকা ফাইল অপশনে ক্লিক করতে হবে। এবার ই-মেইল অপশনের ওপর মাউসের কারসর রাখলে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। ই-মেইল ড্রাফট অপশন নির্বাচন করলে গুগল ডকসে খোলা ডকুমেন্টে ই-মেইলের একটি ফরম্যাট দেখা যাবে। এখানে প্রাপকের নাম, ই-মেইল ঠিকানা ও বিষয় লিখতে হবে। এরপর নিচের ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য লিখে ওপরের বাঁ দিকে থাকা ই-মেইল আইকনে ক্লিক করলেই প্রিভিউ দেখা যাবে। এবার ই-মেইল বক্স থেকে ই-মেইল অ্যাটাচমেন্ট যোগ করে সেন্ড বাটনে ক্লিক করলেই ই-মেইল প্রাপকের ঠিকানায় চলে যাবে।

বিল গেটস প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট

গুগল ডকস থেকে ই–মেইল পাঠানোর জন্য কম্পিউটার থেকে গুগল ডকসে প্রবেশ করতে হবে। এরপর গুগল ডকসে নতুন ডকুমেন্ট চালু করে ওপরের বাঁ দিকে থাকা ফাইল অপশনে ক্লিক করতে হবে। এবার ই-মেইল অপশনের ওপর মাউসের কারসর রাখলে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। ই-মেইল ড্রাফট অপশন নির্বাচন করলে গুগল ডকসে খোলা ডকুমেন্টে ই-মেইলের একটি ফরম্যাট দেখা যাবে। এখানে প্রাপকের নাম, ই-মেইল ঠিকানা ও বিষয় লিখতে হবে। এরপর নিচের ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য লিখে ওপরের বাঁ দিকে থাকা ই-মেইল আইকনে ক্লিক করলেই প্রিভিউ দেখা যাবে। এবার ই-মেইল বক্স থেকে ই-মেইল অ্যাটাচমেন্ট যোগ করে সেন্ড বাটনে ক্লিক করলেই ই-মেইল প্রাপকের ঠিকানায় চলে যাবে।

বিল গেটস প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট

গুগল ডকস থেকে ই–মেইল পাঠানোর জন্য কম্পিউটার থেকে গুগল ডকসে প্রবেশ করতে হবে। এরপর গুগল ডকসে নতুন ডকুমেন্ট চালু করে ওপরের বাঁ দিকে থাকা ফাইল অপশনে ক্লিক করতে হবে। এবার ই-মেইল অপশনের ওপর মাউসের কারসর রাখলে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। ই-মেইল ড্রাফট অপশন নির্বাচন করলে গুগল ডকসে খোলা ডকুমেন্টে ই-মেইলের একটি ফরম্যাট দেখা যাবে। এখানে প্রাপকের নাম, ই-মেইল ঠিকানা ও বিষয় লিখতে হবে। এরপর নিচের ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য লিখে ওপরের বাঁ দিকে থাকা ই-মেইল আইকনে ক্লিক করলেই প্রিভিউ দেখা যাবে। এবার ই-মেইল বক্স থেকে ই-মেইল অ্যাটাচমেন্ট যোগ করে সেন্ড বাটনে ক্লিক করলেই ই-মেইল প্রাপকের ঠিকানায় চলে যাবে।

বিল গেটস প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট

গুগল ডকস থেকে ই–মেইল পাঠানোর জন্য কম্পিউটার থেকে গুগল ডকসে প্রবেশ করতে হবে। এরপর গুগল ডকসে নতুন ডকুমেন্ট চালু করে ওপরের বাঁ দিকে থাকা ফাইল অপশনে ক্লিক করতে হবে। এবার ই-মেইল অপশনের ওপর মাউসের কারসর রাখলে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। ই-মেইল ড্রাফট অপশন নির্বাচন করলে গুগল ডকসে খোলা ডকুমেন্টে ই-মেইলের একটি ফরম্যাট দেখা যাবে। এখানে প্রাপকের নাম, ই-মেইল ঠিকানা ও বিষয় লিখতে হবে। এরপর নিচের ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য লিখে ওপরের বাঁ দিকে থাকা ই-মেইল আইকনে ক্লিক করলেই প্রিভিউ দেখা যাবে। এবার ই-মেইল বক্স থেকে ই-মেইল অ্যাটাচমেন্ট যোগ করে সেন্ড বাটনে ক্লিক করলেই ই-মেইল প্রাপকের ঠিকানায় চলে যাবে।

বিল গেটস প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট

গুগল ডকস থেকে ই–মেইল পাঠানোর জন্য কম্পিউটার থেকে গুগল ডকসে প্রবেশ করতে হবে। এরপর গুগল ডকসে নতুন ডকুমেন্ট চালু করে ওপরের বাঁ দিকে থাকা ফাইল অপশনে ক্লিক করতে হবে। এবার ই-মেইল অপশনের ওপর মাউসের কারসর রাখলে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। ই-মেইল ড্রাফট অপশন নির্বাচন করলে গুগল ডকসে খোলা ডকুমেন্টে ই-মেইলের একটি ফরম্যাট দেখা যাবে। এখানে প্রাপকের নাম, ই-মেইল ঠিকানা ও বিষয় লিখতে হবে। এরপর নিচের ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য লিখে ওপরের বাঁ দিকে থাকা ই-মেইল আইকনে ক্লিক করলেই প্রিভিউ দেখা যাবে। এবার ই-মেইল বক্স থেকে ই-মেইল অ্যাটাচমেন্ট যোগ করে সেন্ড বাটনে ক্লিক করলেই ই-মেইল প্রাপকের ঠিকানায় চলে যাবে।

বিল গেটস প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট

টাইমলাইন

আমাদের পথচলা

যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত যেসকল ধাপ পেরিয়ে এসেছি আমরা দেখে নিন এক ঝলকে

১৭ ই নভেম্বর, ২০২৩
আন্ড্রয়েড ওয়েবভিউ অ্যাপ
ব্লাডব্যাগ অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চিং

ব্লাডব্যাগ এর অ্যান্ড্রয়েড ওয়েবভিউ অ্যাপটি গুগল প্লে ষ্টোরে পাবলিশ করা হয়। প্লে ষ্টোর থেকে যেকেও মাত্র ৩ মেগাবাইট সাইজের অ্যাপটি ইন্সটল করে আবেদন করতে পারবেন রক্তের প্রয়োজনে

১০ই নভেম্বর, ২০২৩
রেজ্যুলেশন ফেলোশীপ অর্জন
যুক্তরাষ্ট্র ভিত্তিক রেজ্যুলেশন ফেলোশীপ অর্জন

যুক্তরাষ্ট্রভিত্তিক দ্যা রেজল্যুশন প্রজেক্ট আয়োজিত এশিয়া-প্যাসিফিক রিজিওনাল সোশ্যাল ভেঞ্জার চ্যালেঞ্জে অংশ নিয়ে বেশ কয়েকটি ধাপে প্রেজেন্টেশন প্রদানের মাধ্যমে লাইফটাইম ফেলোশীপ অর্জন করতে সক্ষম হয় ব্লাডব্যাগ

ব্লাডব্যাগ টিম

আমাদের টিমমেম্বার ও শুভাকাঙ্ক্ষীগণ

আমাদের সাথে যারাই কোনোভাবে সংযুক্ত ছিলেন, তাদের তালিকা। সময়ের তাগিদে হয়তো অনেকেই আমাদের সাথে বর্তমানে যুক্ত নেই। কিন্তু আমরা ভুলে যাইনি কাওকে!

রিজওয়ানুল হক

সেচ্ছাসেবক

ফাতিন সাদাব লিয়ান

সেচ্ছাসেবক

ফজলে রাব্বি

চিফ টেকনোলজি অফিসার

জোবায়ের মাহমুদ তানিম

গ্রাফিক্স ডিজাইনার

জয় দেব নাথ

ফাউন্ডিং মেম্বার

রাকিব হোসাইন সজীব

ওয়েব ডিজাইনার

সহযোগি

আমাদের সহযোগি সংস্থা

সহায়তা করুন

রক্তদাতা হিসেবে যোগ দিন

আপনার রক্তের গ্রুপ, সর্বশেষ রক্তদানের তারিখ এবং যোগাযোগের মোবাইল নাম্বার জানিয়ে দিন আমাদের। আমরা আপনার নাম্বার কাওকে প্রদান করবো না বরং জরুরী প্রয়োজনে আমরা নিজেরাই আপনার সাথে যোগাযোগ করবো!